রাঙ্গুনিয়া পৌরসভা
No posts found!
শিক্ষা প্রতিষ্ঠান
- কলেজ
- রাঙ্গুনিয়া সরকারি কলেজ
- হাসিনা জামাল ডিগ্রী কলেজ
- রাঙ্গুনিয়া মহিলা কলেজ
- মাদ্রাসা
- রাঙ্গুনিয়া নুরুল উলুম সিনিয়র ফাজিল মাদ্রাসা
- আহমদিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়
- ঘাটচেক উচ্চ বিদ্যালয়
- বেগম ইকবাল জাকির হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়
- রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয়
- রাঙ্গুনিয়া পাবলিক স্কুল এন্ড কলেজ
- রাঙ্গুনিয়া মজুমদারখীল উচ্চ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- উত্তর ঘাটচেক হাজী মোহাম্মদ ইব্রাহীম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কুলকুমারী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ঘাটচেক সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ছদর আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জাকির হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ সৈয়দবাড়ী সফিয়া বেগম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ধর্মানন্দ বৌদ্ধ অনাথালয় রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়
- নুরুল উলুম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বেগম ইকবাল জাকির হোসেন মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বেগম জাকির একাডেমী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মধ্য নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়
- মোরাদের ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সৈয়দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সৈয়দবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কিন্ডারগার্টেন
- উপজেলা শিশুমেলা কেজি স্কুল
- কুলকুরমাই হরদয়া কেজি স্কুল
- ঘাটচেক কেজি স্কুল
- মুরাদপুর রহমানিয়া তা’লিমুল কোরআন একাডেমী
- রাঙ্গুনিয়া আইডিয়াল কেজি স্কুল
- রাঙ্গুনিয়া প্রি-ক্যাডেট কেজি স্কুল
- সিডনী ইন্টারন্যাশনাল স্কুল
এলাকার তালিকা
রাঙ্গুনিয়া পৌরসভা জাতীয় সংসদের ২৮৪নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৭ এর অংশ। এ পৌরসভার প্রশাসনিক কার্যক্রম রাঙ্গুনিয়া মডেল থানার আওতাধীন। এটি একটি ‘খ’ শ্রেণীর পৌরসভা। এটি ৯টি ওয়ার্ডে বিভক্ত।
ওয়ার্ডভিত্তিক এ পৌরসভার এলাকাসমূহ হল:
ওয়ার্ড নং | গ্রাম/এলাকার নাম |
---|---|
১নং ওয়ার্ড | উত্তর নোয়াগাঁও |
২নং ওয়ার্ড | দক্ষিণ নোয়াগাঁও |
৩নং ওয়ার্ড | ইছাখালী |
৪নং ওয়ার্ড | দক্ষিণ ঘাটচেক |
৫নং ওয়ার্ড | উত্তর ঘাটচেক |
৬নং ওয়ার্ড | রাঙ্গুনিয়া |
৭নং ওয়ার্ড | মুরাদনগর |
৮নং ওয়ার্ড | সৈয়দবাড়ী |
৯নং ওয়ার্ড | ইছামতি |
উল্লেখযোগ্য ব্যক্তি
* জাকির হোসাইন –– পূর্ব পাকিস্তানের গভর্নর।
ইউনিয়ন পরিচিতি
রাঙ্গুনিয়া উপজেলার প্রাণকেন্দ্রে পৌরসভার অবস্থান। চট্টগ্রাম জেলা সদর থেকে এ পৌরসভার দূরত্ব ৩২ কিলোমিটার। এর পূর্বে মরিয়মনগর ইউনিয়ন ও স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন; উত্তরে স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন, পারুয়া ইউনিয়ন ও পোমরা ইউনিয়ন; পশ্চিমে পোমরা ইউনিয়ন এবং দক্ষিণে বেতাগী ইউনিয়ন, কর্ণফুলী নদী, সরফভাটা ইউনিয়ন ও শিলক ইউনিয়ন অবস্থিত।
আয়তন:
রাঙ্গুনিয়া পৌরসভার আয়তন ২১.৬৮ বর্গ কিলোমিটার।
জনসংখ্যা:
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী রাঙ্গুনিয়া পৌরসভার জনসংখ্যা ৫৩,০৩৩ জন। এর মধ্যে পুরুষ ২৭,২৪৪ জন এবং মহিলা ২৫,৭৮৯ জন।
শিক্ষা ব্যবস্থা:
রাঙ্গুনিয়া পৌরসভায় সাক্ষরতার হার ৭০%। এ পৌরসভায় ৩টি কলেজ, ২টি মাদ্রাসা, ৫টি মাধ্যমিক বিদ্যালয়, ১৫টি প্রাথমিক বিদ্যালয় ও ৭টি কিন্ডারগার্টেন রয়েছে।
স্বাস্থ্য:
রাঙ্গুনিয়া পৌরসভার ইছাখালী এলাকায় ৫০ শয্যাবিশিষ্ট ১টি উপজেলা কমপ্লেক্স রয়েছে। এছাড়াও অন্যান্য বেসরকারি ক্লিনিক রয়েছে।