চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন

শিক্ষা প্রতিষ্ঠান

মাদ্রাসা
  • মাদ্রাসা-এ তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া ফাজিল
  • ইউনুছিয়া মাদ্রাসা
  • বনগ্রাম মাদ্রাসা
  • তৈয়বিয়া জরিনা নুরুল হক মহিলা মাদ্রাসা
মাধ্যমিক বিদ্যালয়
  • চন্দ্রঘোনা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়
গণ বিদ্যালয়
  • বেইস রাঙ্গুনিয়া গণ বিদ্যালয়
প্রাথমিক বিদ্যালয়
  • আধুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • চন্দ্রঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • জে সি দাস সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • তৈয়বিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়
কিন্ডারগার্টেন
  • চন্দ্রঘোনা আইডিয়াল কেজি স্কুল
  • দি রাইজিং সান কেজি স্কুল
  • টিউলিপ কেজি স্কুল
  • গ্রিন মডেল কেজি এন্ড হাই স্কুল
  • রাইজিং সান কেজি স্কুল
  • সেন্ট্রাল ইন্টারন্যাশনাল কেজি স্কুল

উল্লেখযোগ্য ব্যক্তিত্ব

  • অরুণ কুমার দেব –– শিক্ষাবিদ এবং অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
  • আবুল কাসেম –– প্রাক্তন সংসদ সদস্য।
  • কালু মিয়া সওদাগর –– প্রতিষ্ঠাতা, চন্দ্রঘোনা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়।
  • ছমিউদ্দিন শাহ –– সুফি সাধক।
  • জ্ঞানদা রঞ্জন বিশ্বাস –– শিক্ষাবিদ।
  • নুর আলী শাহ –– সুফি সাধক।
  • মুহাম্মদ ইদ্রিচ আজগর –– রাজনীতিবিদ।
  • সৈয়দুল হক –– রাঙ্গুনিয়া থানা উন্নয়ন কমিটির প্রাক্তন চেয়ারম্যান।
  •  

গ্রামের তালিকা

চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন রাঙ্গুনিয়া উপজেলার আওতাধীন ১১নং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রাঙ্গুনিয়া মডেল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৪নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৭ এর অংশ। এটি ৪টি মৌজায় বিভক্ত; কদমতলী, চন্দ্রঘোনা, বনগ্রাম এবং গুমাই বিল।[৪] ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:

ওয়ার্ড নংগ্রামের নাম
১নং ওয়ার্ডপশ্চিম কদমতলী
২নং ওয়ার্ডপূর্ব কদমতলি, পশ্চিম চন্দ্রঘোনা
৩নং ওয়ার্ডছমিউদ্দিন শাহ্‌ গ্রাম, আদর্শ গ্রাম
৪নং ওয়ার্ডআধুর পাড়া (পূর্ব), খন্দকার পাড়া (একাংশ), হাজী পাড়া (একাংশ)
৫নং ওয়ার্ডহাজী পাড়া, ছুফি পাড়া (একাংশ)
৬নং ওয়ার্ডছুফি পাড়া (একাংশ), পাঠান পাড়া, শ্যামা পাড়া
৭নং ওয়ার্ডপূর্ব চন্দ্রঘোনা
৮নং ওয়ার্ডদোভাষী বাজার, লিচু বাগান (একাংশ)
৯নং ওয়ার্ডবনগ্রাম, লিচু বাগান (একাংশ)

দর্শনীয় স্থান

  • গুমাই বিল
  • ফেরীঘাট
  • কাজির দীঘি
  • এম এ চাষি ফার্ম

ইউনিয়ন পরিচিতি

রাঙ্গুনিয়া উপজেলার পূর্বাংশে চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় সাড়ে ৬ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে হোসনাবাদ ইউনিয়ন ও স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন; পশ্চিমে মরিয়মনগর ইউনিয়ন; দক্ষিণে কর্ণফুলী নদী ও কোদালা ইউনিয়ন এবং পূর্বে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন অবস্থিত।

আয়তন:

চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের আয়তন ২৭৭৫ একর (১১.২৩ বর্গ কিলোমিটার)।

জনসংখ্যা:

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের লোকসংখ্যা ৩০,২২১ জন। এর মধ্যে পুরুষ ১৫,৪৯৯ জন এবং মহিলা ১৪,৭২২ জন।

শিক্ষা ব্যবস্থা:

চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের সাক্ষরতার হার প্রায় ৫৯.২২%। এ ইউনিয়নে ১টি ফাজিল মাদ্রাসা, ২টি কওমি মাদ্রাসা, ১টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা, গণ বিদ্যালয় ১টি, ৬টি প্রাথমিক বিদ্যালয় ও ৬টি কিন্ডারগার্টেন রয়েছে।

Scroll to Top
Scroll to Top