চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন
শিক্ষা প্রতিষ্ঠান
- মাদ্রাসা
- মাদ্রাসা-এ তৈয়্যবিয়া অদুদিয়া সুন্নিয়া ফাজিল
- ইউনুছিয়া মাদ্রাসা
- বনগ্রাম মাদ্রাসা
- তৈয়বিয়া জরিনা নুরুল হক মহিলা মাদ্রাসা
- মাধ্যমিক বিদ্যালয়
- চন্দ্রঘোনা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়
- গণ বিদ্যালয়
- বেইস রাঙ্গুনিয়া গণ বিদ্যালয়
- প্রাথমিক বিদ্যালয়
- আধুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কদমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- চন্দ্রঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- জে সি দাস সরকারি প্রাথমিক বিদ্যালয়
- তৈয়বিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়
- বনগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কিন্ডারগার্টেন
- চন্দ্রঘোনা আইডিয়াল কেজি স্কুল
- দি রাইজিং সান কেজি স্কুল
- টিউলিপ কেজি স্কুল
- গ্রিন মডেল কেজি এন্ড হাই স্কুল
- রাইজিং সান কেজি স্কুল
- সেন্ট্রাল ইন্টারন্যাশনাল কেজি স্কুল
উল্লেখযোগ্য ব্যক্তিত্ব
- অরুণ কুমার দেব –– শিক্ষাবিদ এবং অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
- আবুল কাসেম –– প্রাক্তন সংসদ সদস্য।
- কালু মিয়া সওদাগর –– প্রতিষ্ঠাতা, চন্দ্রঘোনা আদর্শ বহুমুখী উচ্চ বিদ্যালয়।
- ছমিউদ্দিন শাহ –– সুফি সাধক।
- জ্ঞানদা রঞ্জন বিশ্বাস –– শিক্ষাবিদ।
- নুর আলী শাহ –– সুফি সাধক।
- মুহাম্মদ ইদ্রিচ আজগর –– রাজনীতিবিদ।
- সৈয়দুল হক –– রাঙ্গুনিয়া থানা উন্নয়ন কমিটির প্রাক্তন চেয়ারম্যান।
গ্রামের তালিকা
চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন রাঙ্গুনিয়া উপজেলার আওতাধীন ১১নং চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম রাঙ্গুনিয়া মডেল থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৪নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৭ এর অংশ। এটি ৪টি মৌজায় বিভক্ত; কদমতলী, চন্দ্রঘোনা, বনগ্রাম এবং গুমাই বিল।[৪] ওয়ার্ডভিত্তিক এ ইউনিয়নের গ্রামগুলো হল:
ওয়ার্ড নং | গ্রামের নাম |
---|---|
১নং ওয়ার্ড | পশ্চিম কদমতলী |
২নং ওয়ার্ড | পূর্ব কদমতলি, পশ্চিম চন্দ্রঘোনা |
৩নং ওয়ার্ড | ছমিউদ্দিন শাহ্ গ্রাম, আদর্শ গ্রাম |
৪নং ওয়ার্ড | আধুর পাড়া (পূর্ব), খন্দকার পাড়া (একাংশ), হাজী পাড়া (একাংশ) |
৫নং ওয়ার্ড | হাজী পাড়া, ছুফি পাড়া (একাংশ) |
৬নং ওয়ার্ড | ছুফি পাড়া (একাংশ), পাঠান পাড়া, শ্যামা পাড়া |
৭নং ওয়ার্ড | পূর্ব চন্দ্রঘোনা |
৮নং ওয়ার্ড | দোভাষী বাজার, লিচু বাগান (একাংশ) |
৯নং ওয়ার্ড | বনগ্রাম, লিচু বাগান (একাংশ) |
দর্শনীয় স্থান
- গুমাই বিল
- ফেরীঘাট
- কাজির দীঘি
- এম এ চাষি ফার্ম
ইউনিয়ন পরিচিতি
রাঙ্গুনিয়া উপজেলার পূর্বাংশে চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় সাড়ে ৬ কিলোমিটার। এ ইউনিয়নের উত্তরে হোসনাবাদ ইউনিয়ন ও স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন; পশ্চিমে মরিয়মনগর ইউনিয়ন; দক্ষিণে কর্ণফুলী নদী ও কোদালা ইউনিয়ন এবং পূর্বে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা ইউনিয়ন অবস্থিত।
আয়তন:
চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের আয়তন ২৭৭৫ একর (১১.২৩ বর্গ কিলোমিটার)।
জনসংখ্যা:
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের লোকসংখ্যা ৩০,২২১ জন। এর মধ্যে পুরুষ ১৫,৪৯৯ জন এবং মহিলা ১৪,৭২২ জন।
শিক্ষা ব্যবস্থা:
চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়নের সাক্ষরতার হার প্রায় ৫৯.২২%। এ ইউনিয়নে ১টি ফাজিল মাদ্রাসা, ২টি কওমি মাদ্রাসা, ১টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি দাখিল মাদ্রাসা, গণ বিদ্যালয় ১টি, ৬টি প্রাথমিক বিদ্যালয় ও ৬টি কিন্ডারগার্টেন রয়েছে।