কোদালা ইউনিয়ন
No posts found!
শিক্ষা প্রতিষ্ঠান
- মাধ্যমিক বিদ্যালয়
- কোদালা উচ্চ বিদ্যালয়
- নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- পূর্ব কোদালা এম এ তাহের নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
- মাদ্রাসা
- কোদালা আজিজিয়া কাসেমুল উলুম মাদ্রাসা
- ফাতেমা তুজ জোহরা বালিকা মাদ্রাসা
- রাইখালী সোলতানিয়া মাদ্রাসা
- প্রাথমিক বিদ্যালয়
- কোদালা চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কোদালা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- দক্ষিণ ধোপাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- ধোপাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পশ্চিম ধোপাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
- পূর্ব কোদালা সরকারি প্রাথমিক বিদ্যালয়
- সন্দ্বীপ পাড়া হাজী রহম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
- কিন্ডারগার্টেন
- কোদালা মডেল স্কুল
- হাজী শাহ আলম কেজি স্কুল
গ্রামের তালিকা
কোদালা ইউনিয়ন রাঙ্গুনিয়া উপজেলার আওতাধীন ১২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম দক্ষিণ রাঙ্গুনিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৪নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৭ এর অংশ। এটি ৪টি মৌজায় বিভক্ত:
- চা বাগান ১নং পাড়া
- ধোপাঘাট
- কোদালা
- পূর্ব কোদালা
দর্শনীয় স্থান
কোদালা চা বাগান – চট্টগ্রাম হতে কাপ্তাই সড়ক হয়ে চন্দ্রঘোনা লিচুবাগান নেমে দক্ষিণে ফেরীঘাট পার হয়ে সিএনজি যোগে প্রায় ২ কিলোমিটারের পথ
ইউনিয়ন পরিচিতি
রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণাংশে কর্ণফুলী নদীর অববাহিকায় কোদালা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে পদুয়া ইউনিয়ন; পশ্চিমে শিলক ইউনিয়ন; উত্তরে কর্ণফুলী নদী, মরিয়মনগর ইউনিয়ন ও চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন এবং পূর্বে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন ও রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন অবস্থিত।
আয়তন:
কোদালা ইউনিয়নের আয়তন ৮৬১৬ একর (৩৪.৮৭ বর্গ কিলোমিটার)।
জনসংখ্যা:
২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী কোদালা ইউনিয়নের জনসংখ্যা ৩০,২৮৮ জন। এর মধ্যে পুরুষ ১৫,৯৭৯ জন এবং মহিলা ১৪,৩০৯ জন।
শিক্ষা ব্যবস্থা:
কোদালা ইউনিয়নের সাক্ষরতার হার প্রায় ৪৪.০৭%।[১] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি মাদ্রাসা, ৯টি প্রাথমিক বিদ্যালয় ও ২টি কিন্ডারগার্টেন রয়েছে।