কোদালা ইউনিয়ন

শিক্ষা প্রতিষ্ঠান

মাধ্যমিক বিদ্যালয়
  • কোদালা উচ্চ বিদ্যালয়
নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
  • পূর্ব কোদালা এম এ তাহের নিম্ন মাধ্যমিক বিদ্যালয়
মাদ্রাসা
  • কোদালা আজিজিয়া কাসেমুল উলুম মাদ্রাসা
  • ফাতেমা তুজ জোহরা বালিকা মাদ্রাসা
  • রাইখালী সোলতানিয়া মাদ্রাসা
প্রাথমিক বিদ্যালয়
  • কোদালা চা বাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • কোদালা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • দক্ষিণ ধোপাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • ধোপাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পশ্চিম ধোপাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • পূর্ব কোদালা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • সন্দ্বীপ পাড়া হাজী রহম আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়
কিন্ডারগার্টেন
  • কোদালা মডেল স্কুল
  • হাজী শাহ আলম কেজি স্কুল

গ্রামের তালিকা

কোদালা ইউনিয়ন রাঙ্গুনিয়া উপজেলার আওতাধীন ১২নং ইউনিয়ন পরিষদ। এ ইউনিয়নের প্রশাসনিক কার্যক্রম দক্ষিণ রাঙ্গুনিয়া থানার আওতাধীন। এটি জাতীয় সংসদের ২৮৪নং নির্বাচনী এলাকা চট্টগ্রাম-৭ এর অংশ। এটি ৪টি মৌজায় বিভক্ত:

  • চা বাগান ১নং পাড়া
  • ধোপাঘাট
  • কোদালা
  • পূর্ব কোদালা

দর্শনীয় স্থান

কোদালা চা বাগান – চট্টগ্রাম হতে কাপ্তাই সড়ক হয়ে চন্দ্রঘোনা লিচুবাগান নেমে দক্ষিণে ফেরীঘাট পার হয়ে সিএনজি যোগে প্রায় ২ কিলোমিটারের পথ

ছবিনামওয়ার্ড নংপদবী/ আসনমোবাইল নাম্বার
মিনু আরা বেগমসংরক্ষিত আসনের সদস্য
রেহেনা বেগমসংরক্ষিত আসনের সদস্য
মিনুয়ারা বেগমসংরক্ষিত আসনের সদস্য
রিটন তুরীসাধারণ আসনের সদস্য
মোহাম্মদ লিয়াকত আলীসাধারণ আসনের সদস্য
মোঃ সেলিমসাধারণ আসনের সদস্য
মোহাম্মদ আবদুল্লাহসাধারণ আসনের সদস্য
মোঃ নুর খানসাধারণ আসনের সদস্য
মোঃ নুরুল আজিমসাধারণ আসনের সদস্য
সুলতান আহমদসাধারণ আসনের সদস্য
আব্দুল সালাম তালুকদারসাধারণ আসনের সদস্য
এম. এ. জুয়েলসাধারণ আসনের সদস্য

ইউনিয়ন পরিচিতি

রাঙ্গুনিয়া উপজেলার দক্ষিণাংশে কর্ণফুলী নদীর অববাহিকায় কোদালা ইউনিয়নের অবস্থান। উপজেলা সদর থেকে এ ইউনিয়নের দূরত্ব প্রায় ১০ কিলোমিটার। এ ইউনিয়নের দক্ষিণে পদুয়া ইউনিয়ন; পশ্চিমে শিলক ইউনিয়ন; উত্তরে কর্ণফুলী নদী, মরিয়মনগর ইউনিয়ন ও চন্দ্রঘোনা কদমতলী ইউনিয়ন এবং পূর্বে রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়ন ও রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়ন অবস্থিত।

আয়তন:

কোদালা ইউনিয়নের আয়তন ৮৬১৬ একর (৩৪.৮৭ বর্গ কিলোমিটার)।

জনসংখ্যা:

২০১১ সালের পরিসংখ্যান অনুযায়ী কোদালা ইউনিয়নের জনসংখ্যা ৩০,২৮৮ জন। এর মধ্যে পুরুষ ১৫,৯৭৯ জন এবং মহিলা ১৪,৩০৯ জন।

শিক্ষা ব্যবস্থা:

কোদালা ইউনিয়নের সাক্ষরতার হার প্রায় ৪৪.০৭%।[১] এ ইউনিয়নে ১টি মাধ্যমিক বিদ্যালয়, ২টি মাদ্রাসা, ৯টি প্রাথমিক বিদ্যালয় ও ২টি কিন্ডারগার্টেন রয়েছে।

Scroll to Top
Scroll to Top